সবার জীবনে যেমন মাধ্যমিক পর্যায় ষষ্ঠ শ্রেণী থেকে তেমনি আমার ও শুরু হয়েছিল। কিন্তু বন্ধুত্বের গুরুত্বটা তখন উপলব্ধি করা আমার পক্ষে সম্ভব হয়নি।এটাকি প্রকৃতির নিয়ম নাকি আমার অনুভবহীনতা সেটা আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি। যাইহোক আমার এই অনূভুতি জাগ্ৰত হয়