শান্তি
আমি শান্তি চাই
চাই অস্ত্র মুক্ত নীল আকাশ
চাই শান্তি
উত্তরে দক্ষিণে
পূর্ব পশ্বিমে
দিগন্ত থেকে দিগন্তে
জলে স্থলে
পাহাড় পর্বত সুড়ঙ্গতে ।
শান্তি চাই
সবুজের সমারহে
ফুলের পাপড়িতে
গাছের পাতায় পাতায় ।
শান্তি
আমি শান্তি চাই
কবিতার ছন্দে সাহিত্যে
শান্তি চাই অন্তরে
মানুষের জন্যে হবে মানুষ
শান্তি চাই প্রতিটি প্রাণীর
শান্তিই আমার পথ চলা
শান্তিই আমার ভালবাসা
শান্তিই আমার জীবন ব্রত
আশা করি শান্তির
স্বপ্ন দেখি শান্তির
এখনো চারিদিকে দুরাশা
তবু আমি শান্তি চাই ।
চাই শান্তি
শুধু শান্তি ।