Posts

কবিতা

মানুষ হয়ে উঠি

October 8, 2025

Kishore Karunik

Original Author কিশোর কারুণিক

173
View

গোধূলীর মায়াভরা সমাবেশে
বাউন্ডুলেপনা অভ্যাসের সিঁড়িতে উঠতেই
তোমার চোখেতে একরাশি কথামালা ভেসে উঠলো।

নিজের ভেতর জেগে উঠলো
আমিত্ব, ব্যক্তিত্ব, একফালি চেতনাবোধ।

মসৃণ চাওয়া, পাওয়ার রূপান্তরিত হতেই
হারিয়ে গেলো জৈবিকতা, দেহতত্ত্ব
ফিরে এলো প্রেমতত্ত্ব, ফিরে এলো পবিত্রতা
সুন্দরের প্রস্ফুটিত হেতুতেই ‘সত্যম শিবম সুন্দরম’।

জাগ্রত ব্যাস বাক্য ধ্বনিত সৃষ্টিকূলে
মানুষ বেঁচে থাকতে চায়,
বেঁচে থাকতে চায় প্রাণিকূল, জীবকূল
মহামহিমের সুপ্ত আধ্যাত্মিকতায়
গুনগুনিয়ে ওঠে হৃদয়ে, মননে, স্বপ্নের শিল্পকর্মে।

তবু মানুষ পথ হারিয়ে ফেলে
অন্ধকারের হাতছানিতে দিক্বিদিক আলোর নিশানা।

ঘুম ভাঙে বিদ্বেষের
জাতিতে জাতিতে বিদ্বেষ, গোত্রে গোত্রে বিদ্বেষ
বিদ্বেষ মানুষে মানুষে।

সত্যের সাথে মিথ্যার বিদ্বেষ
বিদ্বেষে হারানো পথে মনুষ্যত্ব, মানবিকতা
এই বিদ্বেষের মহারণে
মুক্তির উত্তরণের পথ কোথায়?

মহাকাব্যের পথ ধরে
সুন্দর প্রস্ফুটিত ভালোবাসার মহিমায়
এসো মানুষ হয়ে উঠি;
ভালোবাসি মহামহিমের সৃষ্টিকূল
পথ ধরি মানবিকতার
পালন করি সত্য
ধারণ করি সুন্দর
সর্বশেষে এসো 
সত্যিকারের মানুষ হয়ে উঠি।

Comments

    Please login to post comment. Login