পোস্টস

কবিতা

ক্ষমতার নান্দিপাঠ

৩ জুন ২০২৪

অনিন্দ্য দ্বীপ

মানুষেরা মরে গেছে, ঘুমহীন পরিনতি পাজরের হাড় ভেঙে বেরিয়েছে দাতাল শুয়োর শুনতে পাচ্ছো, বিকট আওয়াজে কাঁপছে শহর? এক একটা দানবীয় ট্রাক যেন পিষে যায়! মিশে যায় স্বপ্নের সবগুলো গুড়ো হাড় ফেনিল রক্তের উৎসধারায় তবু বুদবুদ ধূলোরাও পথের বাঁকে খামখেয়ালী বৈঠক... যতই উড়িয়ে দিতে চাও- ফুস মন্তর ফুঁ বাতাসের হিস্যায় পথেই ফিরবে আবার কথা ও শ্লোগানে গারদ না ভাঙে মানুষের ঘুম ভেঙে যাবে একদিন...