আমার অর্জনের পল্লবে
বিজয় স্মারক লিপিবদ্ধ হয়নি।
কিন্তু রণাঙ্গনকারী আমি,
করছি রণকৌশল নিজের সাথে।
আমি ধাবিত হয়ছি অসুস্থ শরীরে,
হেসেছি আমি সবার সাথে
লুকিয়ে যাতনা অন্তঃকরনে।
লোকে শুনবে তাই আর্তনাদ করিনি
ডিজিটাল স্ক্রিনে আবেগে ভাসিনি, কিন্তু
অশ্রু ঝড়েছে নিভৃতে, যখনই
সপ্ন ভঙ্গ হয়েছে।
বেলা শেষে দাড়িয়েছি
আরো উদ্দ্যমি হয়ে
যেটা কেউ জানবে না।
প্রশ্ন থেকেই যায়,
অনুপ্রেরণা কোথা থেকে পাই
তা জানাবার নয়, থাকুক সংবৃত।
শুধু শোন, জীবন যুদ্ধে নীরবতাই বিজয়ী হয়
এটাই প্রগাড় তিমিরে আমায় আলোকিত করে।
.....ধন্যবাদ....