Posts

কবিতা

মায়াবী মায়া

October 11, 2025

ভোঁতা পেন্সিল

72
View

একটা সকাল কি আমার হবে,

একান্তই আমার সকাল।

ঘুম ভাঙবে এক মায়াবী সপ্তর্ষির ডাকে ।

ঘুম ভাঙতেই চোখ পড়বে এক প্রশান্তিময় মুখে ।

সে সকাল অনেক দীর্ঘ হবে।

সে সকাল আমাকে দুপুর বুঝতে দিবে না।

খেতে খেতে একটু খুনসুটি আর গল্প হবে।

বিকাল তার আবদার আর চাওয়া - পাওয়া ।

বিকালটা না হয় তার ই হোক।

হাতে হাত রেখে একটু হেটে যাবো পুকুর পাড়ে।

তখন হয়তো সন্ধি করবে আঙ্গুলগুলো ।

গোধূলি বিকালটা সাক্ষাৎ করবে সন্ধার সাথে ।

আমরাও তখন ফিরে যাবো কুটির নীড়ে।

খেয়ে পরে কি করবো ? আচ্ছা একটু গল্প হোক,

সে গল্পে চাঁদ মামা সরব গল্পের নিরব শ্রোতা হবে ।

মামার সাথে গল্প করতে করতে তন্দ্রাচ্ছন্ন চোখে ফিরে যাবো,

রাজ কুটিরের ভাঙ্গা পালঙ্কে।

এ গল্প নিত্য দিনের তবুও তা নবরুপেই রোজ রচিত ।

Comments

    Please login to post comment. Login