আমিও ভালোবাসতে জানি
(— মুহাম্মদ লিটন ইসলাম)
আমিও ভালোবাসতে জানি,
হয়তো ঠিক তোমার মতো নয় —
আমি আমার মতো প্রাণময়,
ঝিঙে ফুল উৎকলের ন্যায়;
যেখানে নেই কোনো অভিযোগ,
আছে শুধু নিঃসঙ্গতার অকালপ্রহর।
আমিও ভালোবাসতে জানি,
ঠিক যেমনটি অভিনয় করো,
তেমনটি হয়তো নয়।
সর্ব-বিসর্জন দিয়ে ভালোবাসার
দাঘিমা রেখা অতিক্রমণ —
কিছুটা অতিরিক্ত।

আমিও ভালোবাসতে জানি,
কিন্তু তোমার মতো অর্থকে নয়;
রক্ত বিনিময়ে
তোমার অর্থ জোগানে।
আমিও ভালোবাসতে জানি,
তবে তোমার মতো শব্দচয়নে নয় —
পাগলের মতো করে সকল কিছু
ছিন্ন করে,
তোমার কাছে অপবর্তনে।
আমিও ভালোবাসতে জানি,
তবে জানো কি?
যেমনটা তুমি বাসো,
ঠিক তার বৈপরীতে।
আপন স্বপ্ন ভঙ্গ করে
তোমার স্বপ্নে উড়ে,
হৃদয়ের নিশ্চলতায়।