Posts

গল্প

রম্য অণুগল্প : আলোড়িত

October 11, 2025

Sabid Ahmed Mia

108
View

সিয়াম বড় বিপদে আছে। তার মৃত্যু সন্নিকটে।এত তাড়াতাড়ি মারা যাবে সিয়াম।তা কি হয়?সে তো ক্রিকেট খেলায় এখনো দুধভাত। সে তো শুধু বৃদ্ধদের মারা যেতে দেখেছে।

মৃত্যুর উদ্বিগ্নতা তার এ ছোট ছিপছিপে শরীরে কাঁটা দিচ্ছে অবিরত।

বাঁচতেও তো পারে সে?পারে না কি?

তারপর উত্তাল ঢেউ এর মতো যখন ভয়গুলো আছড়ে পড়ল তার গায়ে, সে তখন চিৎকার করে বলে উঠল-

আম্মু লিচুর আঁটি খাইসি। আমি কি মারা যাব?আমার পেটের মধ্যে কি গাছ হবে?

এসবের উত্তরে আমরা যাচ্ছি না।শুধু এতটুকু জানা ই পর্যাপ্ত যে- পরদিন যখন সিয়াম প্রক্ষালণ কেন্দ্রে গেল,কর্তব্য শেষ করল - সে এ বৃহৎ পৃথিবীর গূঢ় রহস্যের খানিকটা অনুধাবন করতে পেরে আলোড়িত হলো।

Comments

    Please login to post comment. Login