রমজান মাসে একদিন হাঁটছি রাস্তায়।সাথে ছিল দু এক জন পরিচিত আতশবাজিকর।তারা বিসমিল্লাহ বলে এলাকা কাঁপিয়ে দুটো বোমা মারল।কিন্তু বোমের আওয়াজকে ছাপিয়েও আমি এক মেয়ে শিশুর কান্নার আওয়াজ পেলাম।
কিছুক্ষণ পর জানতে পারলাম মেয়েটি ঈদে তার ঈপ্সিত পোশাক কিনতে পারে নি তাই কান্না করছে ডুকরে ডুকরে। আমি ও আতশবাজিকররা কিছুক্ষণ নীরবে নিচে আর উপরে আকাশের দিকে তাকালাম উপায়হীনের মতো।
কিছুক্ষণ পর হতে আবারও বোমাবাজির আওয়াজ শোনা গেল। এবার মেয়ে শিশুটার কান্না শুনা গেল না। হতে পারে আমরা শুনতে চাইও নাই।