~ভুল তাসবি
তোমার যত কাছে যাই;
ক্রমশ দূরে সরে যায় রব।
তোমার মোহ ভুলিয়ে দেয় রবের জিকির।
আজানের পরিবর্তে কানে ভেসে আসে;
তোমার চুমুর আওয়াজ;
তোমাকে ভাবতে ভাবতে কাজা হয়ে যায় সালাত।
কলবের ভিতর এমন ভাবে গেঁথে গেছো; কোনো ভাবেই উপড়ে ফেলা যাচ্ছে না।
নিদারুণ অস্তিত্ব সংকটে
তোমার মধ্যে এমন ভাবে বিলীন হয়ে গেছি
তোমার ফিকিরে আমি সাহু-সিজদাতেও পড়ে ফেলি ভুল তাসবি ।
কাব্যগ্রন্থ: দ্বিতীয় ঈশ্বর