একদিন গ্রামের পাশে ছিল এক বিশাল বটগাছ। তার ছায়ায় মানুষ বিশ্রাম নিত, পাখিরা বাসা বানাত, শিশুরা খেলত। একদিন গ্রামের লোক ঠিক করল, রাস্তা চওড়া করতে গাছটা কেটে ফেলবে। সবাই ব্যস্ত, কেউ ভাবল না গাছটারও তো জীবন আছে। গাছ কাটার আগের রাতে গ্রামের এক ছেলে রাহাত স্বপ্নে দেখল—বটগাছ কাঁদছে, বলছে, “আমাকে কেটে ফেললে তোমাদের শ্বাস নেবে কে?” ঘুম ভাঙতেই রাহাত দৌড়ে গেল সবাইকে বুঝাতে। সে বলল, “গাছ কাটা মানে নিজের ভবিষ্যৎ কাটা!” তার কথায় মানুষ চিন্তা করল, গাছটা না কেটে রাস্তা একটু বাঁকিয়ে বানিয়ে ফেলল।
তারপর থেকে গ্রামে কেউ গাছ কাটে না—বরং প্রতিটি ঈদের দিনে সবাই একটি করে গাছ রোপণ করে। বটগাছটা এখনো দাঁড়িয়ে আছে, যেন শেখায়