Posts

গল্প

রাহাত

October 11, 2025

Sabid Ahmed Mia

96
View

রাহাত বাসের জন্য অপেক্ষা করছিল। সে যাবে মোহাম্মদপুর শাহবাগ হতে।পালা করে বাস আসতে থাকল ক্রমাগত ।তার বাস রমজান বা তরঙ্গপ্লাস। এবং আসল রমজান বাস।কিন্তু মানুষের ভিড় আর গিজাগিজার জন্য সে উঠল না। সে শহরে এসেছে নতুন।কি হতে কি হয়ে যায়।পরেরটায় উঠলো।

হেডফোনে গান বাজছে।রাহাত শহরের কৃত্রিমতা আর অস্থিরতা দেখছিল গানের শোনার ফাঁকে ফাঁকে। একসময় দেখল,সবাই হাত তুলছে।

পরে সেও তুলল। কারণ এই শহরে সবাই ছাত্র।

গান শোনার মধ্যে চমকে দেখল রাহাত যে, সে উলটো দিকে যাচ্ছে। সে এসে গেছে মৎস ভবন।পূর্বেই উল্লেখ করা হয়েছে রাহাত এ শহরে নতুন। সে তার সামনে স্থিত যাত্রীর কাছ থেকে বুঝে নিল ঘটনাটা কি।

রাহাত বুঝল আসল সে কতটা বোকা....।কত কিছুই তার এখনো জানার আছে।সে বাস থেকে নেমে বাস পরিবর্তন করে যখন মোহাম্মদপুর পৌঁছাল তখন সন্ধ্যা।আকাশের উপরে মহাকাশ তখন তার দেহ উল্লঙ্গ করে দিয়েছে নির্লজ্জের মতো।

Comments

    Please login to post comment. Login