এসেছিলে কিনা জানিনা
অতিবৃষ্টি-দিনে,
নদী ভিজছে সবুজে,
ছায়ার মতো তুমি।
এখন একটা ছাদের ঘরে
অনেকটা ম্লান সরোবরে
একটুখানি বসলে আসে
অনেকখানি ভ্রম
ছবিতে যেমন দেখা যায়
পথের ওপর পড়ে থাকে
গোলাপি চেরি ব্লোসোম, সুন্দর।
দৃষ্টি তোমার আছে
মাছশিকারে গ্যাছে, না?
আমি ভাবতাম আছে,
তথাগতর কাছে কিংবা হারাতেও পারে।
পরিচিত পাখিসব
কোথায় তার ঝাঁক
কে জানে।
কিছুটা জানা আছে, এই ধরো,
আজ একটা দিন
অক্টোবরের বারো।
72
View