Posts

উপন্যাস

লুকানো ভালোবাসা পর্ব ৩

October 12, 2025

Sampurna Ghosh

50
View

মাহা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? 

-এসো না।

-অনুদিয়া তুমি যানো আমি ছোট ছিলাম মা-বাবার সাথে এখানে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এখানে একা ছেড়ে চলে গিয়েছিল।

এখানে আমার কিছু ভালো আর খারাপ স্মৃতি দুটোই জড়িয়ে আছে। ছাড় এসব এখন তোমায় নিয়ে এসে কী সব বলছি আমি।

তোমাকে আমি সবকিছু দেখাচ্ছি চলো।

মাহা তুমি যদি কাউকে ভালোবাসো আর সে যদি অন্যকাউকে ভালোবাসে তুমি কি করবে?

-তুমি হঠাৎ এই কথা বলছো কেন?

তোমার কী কিছু হয়েছে।

-আরে কাঁদছ কেন আমি আসলে…. এভাবে বলতে চাই নি আমি শুধু কী হয়েছে এটাই জিজ্ঞাসা করেছিলাম।

আমি ওকে খুব ভালোবাসি মাহা কিন্তু ও আমাকে একটুও পছন্দ করে না। বিয়ে করতে যাচ্ছে কদিন পরে। আমি কী করবো কিছু বুঝতে পারছি না।

-তুমি একটু শান্ত হয়ে বসো এখানে। নিজেকে সামলাও তুমি। তোমার এখন মনে হবে যে তুমি ওকে ছাড়া বাঁচবে না, কিন্তু পাঁচ বছর পর গিয়ে তোমার মনে হবে এগুলো শুধু পাগলামো ছাড়া কিছুই নয়।

তোমার আজকে যাকে ভালোলাগবে কালকে তুমি তাকে ভুলে যাবে।

মাহা আমি এখানে থাকবো না দেশে ফিরে যাবো।

যার জন্য এসেছিলাম সেই যখন আমার নেই তাহলে থাকার আর কোনো মানেই নেই।

-তুমি যেখানেই যাও না কেন নিজের যত্ন নেবে। সময় সবকিছু ঠিক করে দেবে। সবসময় নিজের জন্য বাঁচাবে।

  • -চলো তুমি আজকে আমার সাথেই থাকবে ?

------------------------------------------

স্যার আসবো?

-আসুন।

স্যার বলছিলাম যে ইয়ান স্যার এর আজ এঙ্গেজমেন্ট তাই সমস্ত কলিকরা আজ ছুটি চাইছে। 

-ঠিক আছে যারা যেতে চাই তারা যেতে পারে।

স্যার আপনি যাবেন না?

  • -আমার একটা মিটিং আছে আজকে হবে না আমার।
  • আপনি যেহেতু আজকে যাবেন আমার তরফ থেকে এই গিফ্ট ইয়ান স্যার কে আপনি দিয়ে দেবেন।
  •  
  • স্যার তাহলে আমি এখন আসি গিফ্ট আমি যাওয়ার সময় নিয়ে যাব।
  • -হুম আসুন…😔
  •  

Comments

    Please login to post comment. Login