নদীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক স্বচ্ছ নদী। নদীটা শুধু পানির উৎস নয়, পাখি, মাছ আর গ্রামের শিশুদের খেলার সঙ্গী। একদিন কিছু লোক ঠিক করল নদীর তীরের কিছু গাছ কেটে বাড়ি বানাবে। নদীপুরের ছোট্ট মেয়েটি লিলা বলল, “গাছগুলো কেটে নদী কাঁদবে, মাছেরা চলেও যাবে।” কেউ গুরুত্ব দিল না। রাতের অন্ধকারে লিলা স্বপ্নে দেখল—নদী শুকিয়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, গ্রামের মানুষও পানি খুঁজছে। ভোরেই সবাই লিলার কথায় ভাবল। তারা গাছ কাটা বন্ধ করল, নদীর তীরে নতুন গাছ রোপণ করল।
আজও নদীপুরে নদী বয়ে যায়, পাখিরা গায়, শিশুরা হাসে। সবাই শিখেছে—প্রকৃতিকে রক্ষা করা মানে জীবনকে রক্ষা করা।