Posts

নিউজ

সময় বাড়লো বায়তুল মোকাররমের ইসলামী বইমেলার

October 12, 2025

নিউজ ফ্যাক্টরি

171
View

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে চলমান মাসব্যাপী ইসলামি বইমেলার সময়সীমা বাড়ানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সচিব ও ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ মুর্শিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মেলার সময় বৃদ্ধি করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বায়তুল মোকাররম ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটি এবং বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বইমেলার সময় আগামী ১৮ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। 

বইমেলা চলাকালীন ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে প্রচার-প্রচারণা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সময়সীমা বাড়ানোর ফলে পাঠকরা আরও সময় নিয়ে বিভিন্ন ইসলামি গ্রন্থের সঙ্গে পরিচিত হতে পারবেন, লেখকরা তাদের রচনাগুলো পাঠকদের সামনে উপস্থাপন করতে পারবেন এবং প্রকাশকরা তাদের বই আরও বিস্তৃতভাবে প্রচার করতে পারবেন বলে আশা করা হচ্ছে। 

গত ১৩ সেপ্টেম্বর থেকে এ ইসলামী বইমেলা শুরু হয়েছে। এবারের মেলায় ১৯৯টি স্টল রয়েছে এবং লেবানন, মিশর ও পাকিস্তানের মোট ৪টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। 

মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে আছে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনাসভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।  

এদিকে মেলায় শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্রসহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও আছে। এছাড়া মেলায় প্রকাশনীগুলো বিশেষ কমিশন দিচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন তাদের বইতে সর্বনিম্ন ৪০ থেকে সর্বোচ্চ ৭০ ভাগ পর্যন্ত কমিশন দিচ্ছে। অন্যান্য প্রকাশকেরা সর্বনিম্ন ২৫ থেকে বিভিন্ন হারে কমিশন দিয়ে বই বিক্রি করছেন। 

উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এই বইমেলার আয়োজন করে। মেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।  

Comments

    Please login to post comment. Login