Posts

কবিতা

অদ্ভুত মায়া | মুহাম্মদ লিটন ইসলাম

October 13, 2025

Md Liton Islam

90
View

অদ্ভুত মায়া | মুহাম্মদ লিটন ইসলাম

মায়া একটা অদ্ভুত জিনিস —
বায়োলজিক্যলি বললে — হরমোন ক্ষরণ।
কখনো বেশি, কখনো কম,
কিন্তু ক্ষরণ না হয়ে — থাকতে পারে না।

রসায়নের ভাষায় এক — অবিরাম বিক্রিয়া,
যার সুচনা আছে, কিন্তু... শেষ নেই।
মাঝে মাঝে থেমে যাওয়া বিক্রিয়া,
পরক্ষনেই অনুঘটকের প্রভাবে জাগ্রত হয়।
আন্তঃআণবিক বলের দুহাই দিয়ে,
একটিবার কাছে আসার দাবি দেয়।
কিন্তু বায়োবিয়ের কি আর কাছে
আসার সুযোগ আছে!

প্রেম বিজ্ঞান 

পদার্থবিজ্ঞানে তড়িৎ চুম্বক ক্রিয়া,
মাঝে মাঝে তড়িৎ হয়ে 
নিউরনের সাথে প্রেমে মজগুল,
আবার কখনো চুম্বকীয় ক্রিয়া করে
হঠাৎ কাছে আসার কথা মনে করিয়ে,
পরক্ষণেই বিস্তর ফারাক বাস্তবতা তুলে ধরে,
অবস্থান জানিয়ে দেয়।
তবুও —
আকর্ষণ কি আর কমে!

গণিতের সূত্র মেলাতে গেলে — জটিল ক্যালকুলেশন,
না আছে সমাধান, না আছে সমাপ্তি।
একদম অন্তরীকরেণ মিলনে —
শুধুই মানহীন ঋণাত্মকতা।
 

Comments

    Please login to post comment. Login