তুমি বীনা
অন্তরালে বৃক্ষ তুমি আমার এ পরান
না দেখলে সহেনা এ পরান
তুমি দুরে গেলে শুন্য লাগে আমার এ পৃথিবী
প্রানে সহেনা দহন
বাচিতে চাই তোমার সাথে হাজার বছর ধরে
মৃত্যুর আগ মহুতে ও তোমার হাত ধরে বাচিতে
চাই
শুন্য আমি পূন্য তুমি অগো মোর রিদয়হরনী
ভুবনে পাগল করেছ আমায়
এখন দুচোখে তুমি বীণা কিছুই দেখতে পাহিনা ওওগো মোর প্রান সজনি রিদয়হরনী
আমি জে শুধুই তোমারি
এপ্রানটা দুক দুক করে কান্না সহেনা তুমি বীণা
বাচিতে চাহিনা বাচিতে চাহিনা
তুমি মোর জীবনের সাধনা আরাধনা তুমি বীণা
এ ভুবনে বাচিতে চাহিনা বাচিতে চাহিনা
তুমি আমার উস্র ধরার আলো
নিশপাপ নয়নের চাহুনি
জে নয়নের চাহুনিতে করেছ আমায়
ভুবনে প্রমের এই বিখারি
এ ধরার বুকে আপন তুমি নিত্য জীবন সঙ্গী
ভুবন তরী বাচিতে চাই আমি
জনম জনম ধরে তোমারি সাথে
ছন্ন ছাড়া এ জীবনে গোছানোর প্রতিক তুমি
জানি না যদি কখনো হারিয়ে জাও
অপেক্ষায় থাকিব, শত জনব
তবু ও আসিবে না এ জীবনে নিত্য নতুন
কোনো জীবন সঙ্গী
জগৎ জুড়ে আলো তুমি
আমার জীবনের আশীর্বাদ
ছেড়ে জেও না কখনো আমার এএ হাত
শক্ত বাধনে বাধিয়া রাখিব সারাজীবন
ও মোর পরশ মনি আমার জীবনের রোদের ছায়া আধারের আলো অন্দকারের পরশ
পথ দেখানো সঙ্গী
ভুবন তরী ভুবন তুমি সুখহীনা পাহাড়ের চাই পুরো পুরো চাই হয়ে জেতে চাই তবু্ও
আমি তোমাকেই চাই দুঃখ বীণা সুখ তুমি
অন্তরালে আছো
তুমি বীণা সুখ চাহিনা আমি এ জীবনে
জদি তোমাকে দুঃখ হয় এ জীবনে
তাহলে সেই দুঃখটুকুই চাহিব
আমার এ জীবনে
তুমি বীনা চাহিনা সুখ এ ভুবনে
শুধু তোমারি সাথে থাকিতে চাই