হইরা পাগল
এক যে ছিলো পাগলা, হাতে লাঠি কাঁধে ঝোলা, পথ চলতো একলা
নাম ছিলো তার হইরা,
হাঁটু বেঁকে ফেলতো কদম, মাজা গেছে পইরা।
হেঁইয়া বড়ো পেটটা,
শীত-গ্রীষ্ম সব ঋতুতেই, পড়তো জামা সাতটা।
দুই হাতে দুই ঘড়ি,
খেলনা ঘড়ির সময় দেখে, দিনটা দিতো পারি।
ডজন খানেক অঙ্গুরী,
জুতো পায়ে মাথায় টুপী, যেতো সে তার শ্বশুরবাড়ী।
ভিক্ষা করে খেতো,
বিড়ি পেলে মহা খুশী, পয়সা নাহি চাইতো।
নাহি ছিলো মান,
বন্ধু ডেকে করলে আদর, নেচে গাইতো গান।
অসুখে ছিলো পইরা,
ক'দিন পরে জানতে পেলাম, হইরা গেছে মইরা।
This is a premium post.