ধুমধাম সন্ত্রাস, হয়ে গেলো মহারাজ পকেটে এক পিস্তল, হাতে ক্ষুর বুকে বল গুলিস্তানের প্যান্ট-শার্ট গায়ে দিয়ে ফিটফাট, ছিনতাই আর হাইজ্যাক, পালাতে পারলে গুডলাক। ককটেল দিয়ে বোমাবাজি, সন্ত্রাসীদের এক কারসাজী চাঁদা তোলা, কর খাওয়া, লিডারকে কিছু ভাগ দেয়া জেল খাটলে একবার, নেতাজী নাম তার অলিগলি ঘোরাফেরা, ওৎ পেতে কেস প্রা দিন রাতে একই কেস, নো-ওয়ার্ক, কাজ শেষ। গায়ের জোরে হোটেলে খায়, তিন দিনে বছর যায় সন্ত্রাসকারী সেই সন্ত্রাসীর, ভয় শুধু তার তল্লাশীর ধরা পরলে নাই ভয়, ঘন্টা পরেই উদয় হয় আয়-ব্যয়, নো-ঋণ, রাজার হালে কাটায় দিন।