আমি চন্দ্রিমা কি জানিনা,তবে চাঁদ দেখেছি এটা তোমার চোখে।
আমি ধুসর কালো কি জানিনা,তবে তোমার চোখের কাজল দেখেছি।
আমি নেশায় বিবর কেমন জনিনা,তবে তোমার মাঝে মায়া পেয়েছি।
আমি পানির গভিরতা কেমন জানিনা,তবে তোমার মনের বিশালতা দেখেছি।
আমি ভালবাসতে জানিনা,তবে সবসময় আগলে রাখতে শিখেছি।
আমি বুকে জড়িয়ে আভাস নিতে জানিনা,তবে মধুর ঘ্রাণের মাঝে নিজেকে হারিয়ে পেলেছি।
তোমায় উৎসর্গ করলাম-
হে প্রিয়তমা
This is a premium post.