আমি তোমায় রাখবো গোপন করে হৃদয়ের অতল গভীরে,,
আমার প্রতিটি কাজের মাঝে থাকবে তুমি লুকিয়ে ,
আমি যা করি, যা বলি,,,,,,
তুমি থাকবে আমার প্রতিটি কথায়,,
তুমি থাকবে আমার হাসিতে, আমার কান্নায়,,
কারণ,,,,,
আমি তো তোমার জন্য ই হাসি, কাঁদি,,
তোমাতেই আমার ভালো থাকা।
তুমি থাকবে আমার গানে, আমার কবিতায়,,,,
তুমি থাকবে অথচ কেউ জানবে না,,
কেউ পারবে না দেখতে তোমায়,
কেউ পারবে না ছুঁতে,,,
তুমি থাকবে আমার চোখের কোণে এক টুকরো স্বপ্ন হয়ে,,
তুমি থাকবে আমার আমার মাঝেই,,,
আমার অতীত বর্তমান আর ভবিষ্যৎ হয়ে।
151
View