" কিছু কথা বলার ছিল "
হাজারো রং ছিল যখন ছোট ছিলাম,
কালের বিবর্তনে হারিয়ে গেল যখন বড় হলাম,
না বলা কথা ছিল তা উজাড় করে দিতাম যখন সব ছিল,
সব হারিয়ে একা হয়ে বাঁচার তাগিদে জীবন বদলে দিল ।
সময়ের পরিবর্তনে পেলাম তোমার দেখা,
সব ভূলে একাকার হয়ে পেয়েছি তোমার কাজল রেখা ।
তুমি ধরেছ হাত,জড়িয়েছ বুকে,
আমি সব ভূলে গিয়েছি ভালবাসার সুখে ।
তোমার ঠোঁটের চুম্বন এ হারিয়েছে আমি,
জানিনা কি পূর্ণে এসেছিলে তুমি ।
প্রথম দেখায় হাতে হাত রেখে গেয়েছিলাম প্রেমের সুর,
তোমার ভালবাসায় যেতে চাই বহুদুর ।
ভালবাসি আমি তোমাকে আমার জীবনের কিছু কথায়,
তুমি আগলে রেখ চিরকাল তোমারই ভালবাসার অসমাপ্ত পাতায় ।
This is a premium post.