Posts

গল্প

।নীতি বাক্য

October 14, 2025

Salma Khatun

83
View

গরীবের পেটে ঘি ভাত সয্য হয়না

এক মালিক তার কাজের লোকের সামনে প্রায় ঘি দিয়ে ভাত খেত। তা দেখে কাজের লোক টি ভাবে তার মালিক যে খাবার খাই তা অনেক মজাদার।তার খেতে ইচ্ছা করে, একদিন তার মালিক ঘি দিয়ে ভাত খাবার পর ঘিয়ের কৌটাটা, খাসির চর্বির পাশে রাখে, যথা নিয়মে মালিক তার কাজে চলে যায়। এদিকে কাজের লোকটির খুব লোভ হয়। আজ সে মালিকের ঘি দিয়ে ভাত খাবে। তাই কাজের লোকটি ঘি এর কৌটা না নিয়ে, খাশির চর্বি নিয়ে ভাত খায়। কারণ ঘি আর চর্বি দুটোই একই রকম দেখতে ছিল। তাই সে ভুল করে ফেলে, ফলের লোকটির পেট খুব খারাপ করে। সে তার মালিকের বিছানা ও ঘর নোংরা করে। কাজের লোকটি বলতে থাকে যে, মালিক যে কি খাই, সাধে কি আর সবাই বলে গরীবের পেটে ঘি ভাত সয্য হয়না।

(সঠিক জিনিসের সঠিক মূল্যায়ন না হলে তার ফলাফল ভালো হয় না)

Comments

    Please login to post comment. Login