Posts

গল্প

স্বপ্নের দেশ পর্ব - ১

October 14, 2025

Sampurna Ghosh

45
View

-এটা কোন জায়গা্ ? আমি কোথায় আমার কিছু মনে পড়ছে না কেন? এখানে এত অন্ধকার কেন? আমার মাথায় খুব যন্ত্রনা হচ্ছে।

-কে কে ওখানে?

আমি একজন পরী?

আমি যানি তুমি তোমার ভালোবাসার মানুষটাকে না পাওয়ায় জন্য অনেক কষ্টে আছো। হয়তো আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে পারবো না কিন্তু তুমি যখন অনেক কষ্টে থাকবে তোমার আমি কল্পনার জগৎ এ পৌঁছে দেবো, সেখানে তোমার ভালোবাসার মানুষটা শুধুমাত্র তোমার হবে। 

-তুমি কী সত্যি করে তাকে আমার কাছে এনে দিতে পারবে না?

না সম্ভব নয়। এটা আমার করা উচিত হবে না। কিন্তু তুমি চিন্তা করো না তুমি যখন কল্পনায় জগৎ এ থাকবে তখন তোমার মনে হবে যে সত্যি তুমি তার কাছে।

তুমি এখান স্বপ্ন দেখ আমি আবার আসবো যখন তুমি কষ্টে থাকবে।

-------------------------------------------------

-কী সুন্দর এই জায়গাটা। চারিদিকে ফুলের বাগান এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি।

এটা আমার বাড়ি এখানে কী করে এলো?

তুমি বাড়ির ভেতরে যাও দেখবে তোমার জন্য কেউ অপেক্ষা করছে।

-কে তুমি সামনে এসো ?

আমি ছোট্ট পরী তোমাকে কল্পনায় জগৎ এ নিয়ে এসেছি। তুমি ভেতরে যাও।

দরজাটা খোলো। তোমার জন্য আমি কিছু রেখে এসেছি ঘরে।

-তুমি এখানে? তুমি এতদিন আমার কাছে কেন আপনি? কথা বলছো না কেন? একবার কথা বলো আমার সাথে। 

তোমাকে ছাড়া আমি কতটা কষ্টে আছি, বুঝতে পারোনা তুমি।

কোথায় যাচ্ছো তুমি, কোথায় যাচ্ছো আমাকে ছেড়ে। আমি মরে যাবো তোমাকে ছাড়া আমাকে ছেড়ে যেওনা। 

এই ওঠ কখন থেকে ঘুমিয়ে আছিস সকাল হয়ে গেছে তারাতারি ওঠ। 

-তুমি।

আমি না হলে কে ডাকবে তোকে ওঠ তারাতারি এত কাজ পড়ে আছে আর এই মেয়ে সকাল থেকে ঘুমিয়ে আছে।

Comments

    Please login to post comment. Login