Posts

চিন্তা

কবিতা দূর পাহাড়ে

October 14, 2025

Md Abusufiyan

47
View

                     কবিতা 

                   দূর পাহাড়ে  

নদীর বুকের শেষের তীরে  

উচু সেই  পাহাড় 

নদীর পারে  যখন যাই দেখি সেই  

উচু পাহাড়ের  ঘন সবুজ  ঘেড়ানো জঙ্গল  

আমি  গিয়ে দেখি সেই  খানে 

দেখি ঐ দূরের  পানে 

উচু পাহাড়ের  মাযখানের ঘন জঙ্গল  

কিসের আশে চলে

জানিনা কেমন সবুজ  ঘন জঙ্গল 

কোথায়  এর শেষ 

সেইখানেতে কেমন  সেই    পপ্রকৃতি ঘেরা 

সবুজ  পপ্রকৃতি থাকে কেমন বেসে

সাধ জাগে মোর আকাঙ্ক্ষা 

দেখিতে পৃকৃতির রূপ   

আমি  মনের কল্পনায় ভেসে যাই 

ঐ দূর  ঘন বন জঙ্গলে 

দূর  ঐঐ নদীর  দারে  

জলের সিনিকদধ ধারা 

পাহাড়ের  উচু সব গাছ দাঁড়িয়ে  আছে 

সারিবদ্ধ  হয়ে উচুতে  

পাহাড়ের  ঘনজঙ্গলের সবুজ  পপ্রকৃতির কী  রূপ 

নীল  আকাশের মাঝে  বংধনুর সেই  সাত রং

ঘন জঙ্গলকে সাজিয়ে  তুলে 

আর ও অপরূপ  দৃষিটতে 

ঐ বনের কী রূপ 

কত নানান  ফুলে ফুলে  ঘেরা সেই  ঘন বন  

কত পাখির  দলেরা ঘুরে  বেড়ায় 

নতুন  দলে দলে 

কোন  সে ঐ রূপ  

মনে জাগে আকাঙ্ক্ষা    

দেখিতে পাহাড়ের  ঘন বন জঙ্গল 

আহা কী অপরূপ  সৃষটার সৃষ্টি  

দিন যায়  রাত যায় 

কত  দিন  রাত পেরিয়ে  যায় 

 মোর  মনের আকাঙ্ক্ষা  কখনো 

মিটবে কী ঐ পানে 

দূরের  ঐঐ পাহাড়ে

Comments

    Please login to post comment. Login