কবিতা
দূর পাহাড়ে
নদীর বুকের শেষের তীরে
উচু সেই পাহাড়
নদীর পারে যখন যাই দেখি সেই
উচু পাহাড়ের ঘন সবুজ ঘেড়ানো জঙ্গল
আমি গিয়ে দেখি সেই খানে
দেখি ঐ দূরের পানে
উচু পাহাড়ের মাযখানের ঘন জঙ্গল
কিসের আশে চলে
জানিনা কেমন সবুজ ঘন জঙ্গল
কোথায় এর শেষ
সেইখানেতে কেমন সেই পপ্রকৃতি ঘেরা
সবুজ পপ্রকৃতি থাকে কেমন বেসে
সাধ জাগে মোর আকাঙ্ক্ষা
দেখিতে পৃকৃতির রূপ
আমি মনের কল্পনায় ভেসে যাই
ঐ দূর ঘন বন জঙ্গলে
দূর ঐঐ নদীর দারে
জলের সিনিকদধ ধারা
পাহাড়ের উচু সব গাছ দাঁড়িয়ে আছে
সারিবদ্ধ হয়ে উচুতে
পাহাড়ের ঘনজঙ্গলের সবুজ পপ্রকৃতির কী রূপ
নীল আকাশের মাঝে বংধনুর সেই সাত রং
ঘন জঙ্গলকে সাজিয়ে তুলে
আর ও অপরূপ দৃষিটতে
ঐ বনের কী রূপ
কত নানান ফুলে ফুলে ঘেরা সেই ঘন বন
কত পাখির দলেরা ঘুরে বেড়ায়
নতুন দলে দলে
কোন সে ঐ রূপ
মনে জাগে আকাঙ্ক্ষা
দেখিতে পাহাড়ের ঘন বন জঙ্গল
আহা কী অপরূপ সৃষটার সৃষ্টি
দিন যায় রাত যায়
কত দিন রাত পেরিয়ে যায়
মোর মনের আকাঙ্ক্ষা কখনো
মিটবে কী ঐ পানে
দূরের ঐঐ পাহাড়ে