Posts

গল্প

জননীর ত্যাগ

October 14, 2025

Tahmina Akter Ikra

35
View

মা ছোট একটা শব্দ। কিন্তু তার সংজ্ঞা অনেক গুলো। পৃথিবীর সব মানুষকে যদি মা সম্পর্কে কিছু প্রশ্ন তৈরি করতে বলে তাহলে সবার প্রশ্নগুলো হবে ‌‌।মা কি? মা কাকে বলে ? মা বলতে কি বুঝায় ? সেই প্রশ্নগুলোর উত্তর যদি তাদেরকে আবার বলতে বলা হয় তাহলে উত্তরগুলো সম্পূর্ণ আলাদা হবে । একেক জনের কাছে মায়ের সংজ্ঞা একেক রকম। কারো কাছে মা মানে , যে ঠান্ডা লাগা গলা, আর কান্না ভেজা গলার পার্থক্য বুঝতে পারে। কারো কাছে মা মানে সন্তানের কষ্টের কথা শুনে যার হৃদয় ভেঙে যায়। সন্তানের সুখের জন্য নিজের সুখ ত্যাগ  করতে প্রস্তুত হয়ে যায় । কারো কাছে মা মানে যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে। মা হচ্ছে তিনি যিনি রাতে বাসায় না ফিরলে চিন্তায় সারারাত না ঘুমিয়ে কাটায়। মা মানে ভালোবাসা যে ভালবাসার কোন মূল্য হয় না। মাতো সেই যে তোমাকে নয় মাস পেটে তিন মাস কোলে আর সারা জীবন হৃদয় বহন করে। কারো কাছে মাতো সেই , যাকে বলি,  স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে খাবার খাব না বলার পরেও যে বলে নাস্তা না করে বের হওয়া যাবেনা। মা ছাড়া এমন ভালোবাসা দিতে পারে কেউ কি আছে এ পৃথিবীতে। পৃথিবীতে সবাই আমাদেরকে ভালোবাসবে সে ভালবাসার মাঝে যে কোন প্রয়োজন লুকিয়ে থাকে । কিন্তু একজন ব্যক্তি কোন প্রয়োজন ছাড়াই আমাদেরকে ভালবাসে তিনি হলেন মা। আমাদের ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা মায়ের হাতে থাকতো। এখন যদি প্রশ্ন করা হয় আমরা কি মায়ের মত করে মাকে সবাই ভালোবাসি ? এবার ও একেক জনের উত্তর একেক রকম হবে । অনেককেই পাওয়া যাবে যারা মায়ের মত করে না হলেও চেষ্টা করে মাকে রানীর মত করে রাখতে ।আবার এমন অনেকেই পাওয়া যাবে যারা মাকে এটাও জিজ্ঞেস করে না যে মা তুমি ভালো আছো তো । সাম্প্রতিক সময়ের একটি ঘটনা যা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে । নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি দুঃখিনী মায়ের ঘটনা । মা টির নাম আমেনা বেগম, ওনার মৃত্যুর আগেই উনার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পরে তিনি সন্তানদের কাছে বোঝা হয়ে যান । ছেলে সন্তানদের কাছে আশ্রয়ের জায়গা না পেয়ে মেয়ের বাড়িতে থাকা শুরু করেন। মেয়ের বাড়িতে জীবনের শেষ দিন টা কাটান। মৃত্যুর পরে যখন তার লাশটা স্বামীর বাড়িতে আনা হয়। তার ছেলেরা সম্পত্তি ভাগের ঝামেলা নিয়ে বিশ ঘন্টা ধরে মায়ের লাশ দাফন না করে রেখে দেন। একটা মা কতটা দুর্ভাগা  যে সন্তানরা তার মৃত্যুর পর তার জন্য কান্নাকাটি করবে তার কবরে দুমুঠো মাটি দিবে ভেবে কষ্ট করে বড় করেছেন । সেই সন্তানেরাই তার মৃত্যুর পর তার সম্পদ কে কতটুকু পাবে তা নিয়ে ঝামেলা করতে থাকে ।তারা আসলে মায়ের মর্ম বুঝে মা কি তা মানেই যানেনা। বিশ্বাস করেন, আর নাই করেন আপনাদের জীবনে একদিন এমন একটি সময় দেখবেন মা ছাড়া ঘর নয় সারা দুনিয়ায় অসম্পূর্ণ। মানুষ ব্যথা পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে কারণ সেও জানে তার কষ্ট বোঝার মত এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ নেই। মা এতটাই দামি যে আল্লাহ তা'আলা জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছেন।

Comments

    Please login to post comment. Login