Posts

গল্প

নীতিবাক্য

October 14, 2025

Salma Khatun

91
View

“যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য সম্পদ”

গ্রাম্য এক লোক সে সারা রাএ নেশা খেয়ে গ্রামের অনেক পুরনো রাজবাড়ীর পথ ধরে বাড়ি যাচ্ছিল। হঠাৎ তার পায়ে শক্ত পাথরের টুকরো মত কিছু  লাগলো, এবং সে পাথরটি সাথে হোঁচট খেলো। তখন লোকটি তার চোখ ঘোষলাতে ঘোসলাতে বলল পথে যে কে কি রাখে। পাথরের টুকরাটি হাতে নিয়ে খুব জোরে ঢিল দিল, এবং বলল এই নেরে একটি সোনার মোহর, পাশেই দোকান ছিল, সেখানে লেগে দোকানের কাঁচ ভাঙলো, দোকানদার চিৎকার দিয়ে বললো কে রে আমার দোকানের কাঁচ ভাঙলো, দোকানদার লোকটি পাথরের টুকরোটি হাতে নিয়ে নেয় এবং দেখে যে দোকানের লাইটের আলোতে যে পাশে পাথরটি কাঁচের মধ্যে লেঘে চকচক করে উঠল লোকটি বুঝতে পারলে যে এটা সাধারণ কোন পাথর নয়। এটি ছিল একটি সোনার টুকরাএরপর জুয়ারু আর দোকানের সামনে দিয়ে যায় না কাঁচ ভাঙ্গার জরিমানা দেয়ার ভয়ে। দীর্ঘদিন যাওয়ার পর জোয়ারু ও বুঝতে পারল যে ওই পাথরের টুকরাটি আসলে সোনাই ছিল।                       (পরিশেষে বলা যায় যে , পায় একজন ভোগ করে অন্যজন)

Comments

    Please login to post comment. Login