ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে বেঙ্গল শিল্পালয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আগামী শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় বেঙ্গল শিল্পালয়, লেভেল ৭, বাড়ি ৪২, সড়ক ২৭ ধানমন্ডিতে এই স্মরণসভাটি অনুষ্ঠিত হবে।
এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও অনুবাদক মাসরুর আরেফিন, কবি ও অনুবাদক সাজ্জাদ শরিফ, চারুশিল্পী ফরিদা জামান, কবি কায়সার হক, প্রাবন্ধিক ফকরুল আলম এবং শিল্পসংগ্রাহক আবুল খায়ের।
অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।