মা জানো তোমার কথা আজও মনে পড়ে, তুমি জানো মা , তোমার সেই ছোট্ট খোকা আজ অনেক বড় হয়ে গেছে, মা তুমি তো আমাকে সেই ১৬ বছর পর্যন্ত ছোট্ট খোকাই মনে করতে, কিন্তু মা আজ না আমার ২৫ বছর হলো ,আজ আমার জন্মদিন, এখন তোমার খোকা অনেক বড় হয়ে গেছে, অবশ্য তুমি থাকলে এখনও আমাকে ছোট্ট খোকাই মনে করতে, জানো মা রেস্টুরেন্টে খেতে গেলে,টিসু দিয়ে হাত মুছলে তোমার কথা বড্ড মনে পড়ে,ভাত খেয়ে তোমার আঁচলে কত শত বার হাত মুছে ছি, মনে নেই, মা আজ না আমার সেই ছোট্ট বেলার স্মৃতি মনে পড়ে খুব কান্না করেছি, পুরুষের কান্না কেউ দেখেনি,রাতে বালিশে মাথা দিয়ে কেঁদেছি, শুধু তোমার কথা মনে পড়ে, মা একটা কথা বলবো?
নেষ্ট পর্ব।
লেখক, শিপার মীর