Posts

গল্প

সপ্নের দেশ পর্ব - ২

October 15, 2025

Sampurna Ghosh

38
View

ডক্টর পেসেন্ট এখন কেমন আছে।

আপনি কী পেসেন্ট এর বাড়ির লোক?

না। আমি ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। আমি চিনি না ওনাকে।

দেখুন আমরা ওনাকে হসপিটালে রাখতে পারবোনা। পেসেন্ট এর যে খরচা হবে সেটা তো তার বাড়ির লোককে জানাতে হবে। 

আমি সমস্ত খরচ দেবো ডক্টর। ওই মেয়েটা যদি আজ না থাকতো তাহলে আমার এই ছোট্ট ছেলেটাকে বাঁচে থাকতো না। ওনার যা যা খরচা লাগবে আমি সব দেব ওনাকে শুধু ঠিক করে দিন।

দেখুন পেসেন্ট এখন কোমায় আছে। ঠিক হতে একদিন ও লাগতে পারে আবার কয়েক বছর ও লাগতে পারে। হয়তো আর কোনোদিন ঠিক নাও হতে পারে, যত দিন বাঁচবে এভাবে থাকতে পারে।

সরি আমার আর এতে কিছু করার নেই সবটা ওনার ওপর নির্ভর করছে।

-------------------------------------------

দেখ আমি এসেছি আমি এসেছি। আমি বলেছিলাম না যে আমি আবার আসবো। তোমার খুব কষ্ট হচ্ছে না? কষ্ট পেয়োনা তুমি যেখানে ভালো থাকবে আমি তোমায় সেখানে নিয়ে যাব।

যাও তুমি এগিয়ে যাও। দেখবে তোমার সব কষ্ট কমে যাবে।

-আমি যানি যে আমি এখন স্বপ্ন দেখছি। কিন্তু সবটা সত্যি হলে খুব ভালো হতো (মনে মনে)।

সুহা…..

-জিয়ান তুমি।

দেখ আমি তোমার কাছে এসেছি সুহা।

আমার কাছে এসো সুহা। এদিকে এসো।

-হুম। আমি যাচ্ছি, তুমি কোথায় যাচ্ছো জিয়ান?

দাঁড়াও আমার জন্য একসাথে যাবো।

----------------------------------------------

ডক্টর ডক্টর পেসেন্ট কেমন করছে ডক্টর তারাতারি আসুন। 

সবাই বাইরে যান। এখানে ভিড় করবেন না পেসেন্ট এর অসুবিধা হবে।

-----------------------------------------

ডক্টর পেসেন্ট এখন কেমন আছে। চিন্তা করবেন না পেসেন্ট ঠিক আছে এখন। এখান কিছুদিন হসপিটালে থাকুক তারপর ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। 

Thank you Doctor.

Comments

    Please login to post comment. Login