Posts

গল্প

গল্প: “হারানো মিনিটগুলো”

October 15, 2025

Ohee

51
View

রিফাত সবসময় বলে, “সময় তো অনেক আছে!” ক্লাসের পড়া পরে করবে, পরীক্ষার আগের রাতে শুরু করবে—এই ভেবে দিন পার করে দিত। বন্ধুরা যখন পড়ায় মন দিত, রিফাত ব্যস্ত থাকত গেম আর মোবাইলে। পরীক্ষার দিন এসে গেল, প্রশ্নপত্র দেখে মাথা ঘুরে গেল তার। পাশ করলেও মন ভাঙা লজ্জা তাকে কুরে কুরে খেতে লাগল।

এরপর সে প্রতিজ্ঞা করল—আর এক মিনিটও নষ্ট করবে না। প্রতিদিন ঠিক সময়ে ঘুম, পড়া, খেলাধুলা—সবই গুছিয়ে নিল। কয়েক মাস পর ফলাফল বেরুল, সে শ্রেণিতে প্রথম। বন্ধুরা অবাক, রিফাত শুধু হাসল আর বলল—
“সময়কে যে সম্মান দেয়, সময় তাকেই সফল করে।”

Comments

    Please login to post comment. Login