অল্প বিদ্যা ভয়ংকরী
গ্রামের এক সাদাসিধে বোকা লোক ছিল।
জীবনে বিদ্যা কাকে বলে সে জানে না। লোকটির বউ ছিল আরো সহজ সরল। সেও জানে না বিদ্যা কি? তাদের পরিবারে এতটাই অভাব ছিল যে, অনেক সময় না খেয়ে থাকত তাদের বিদ্যা বুদ্ধির অভাবে। একদিন লোকটি কাজের খোঁজে বাইরে যাচ্ছিল পথিমধ্যে তার সামনে দুজন ব্যক্তি গল্প করতে করতে যাচ্ছিল, গল্পটা ছিল yes আর no দিয়ে, তখন বোকা লোকটি বলতে ছিল yes আর no দুটো শব্দ শোনে বলার পর বোকা লোকটির মনে মনে খুশি লাগলো। বাড়িতে গিয়ে বউকে বললো, yes -no বউ শুনে খুশি হয়ে বলল তুমি এত বিদ্যে জানো, আগে তো কোনদিন বলনি। তোমার পেটে এত বিদ্যে চলো আমরা শহরে যাই, সেখানে আমরা বিদ্যে দিয়ে ভালো কিছু করে খেতে পারব। তারপর তারা শহরে এলো, সেদিন শহরে এক লোকের গরু হারিয়ে গেল। তারা ভাবলোএরা নতুন এসেছে এরাই গরু চুরি করেছে। তাদের জিজ্ঞাসা করা হলো। তোমরা কি গরু চুরি করেছ? তারা বলল yes গরুটি ফিরিয়ে দাও, তারা বলল no,তখন শহরের লোকেরা তাদের ধরে অনেক মারলো। তারাএকই উত্তর দেয়, চুরি করেছ বলে yes ফিরিয়ে দাও বলে no। বারবার একই বলায় লোকগুলো পাগল ভেবে ছেড়ে দেয়।তখন বোকা লোকটি বলে এত কম বিদ্যা দিয়ে শহরে থাকা যাবে না।চল গ্রামে ফিরে যাই।
(যা শিখতে চাই, তা শুরু থেকে শেষ করা উত্তম)