জন্ম দিলেন যে আমায়
তাকে আমি ডাকি আম্মু ।
সেই আম্মু আমায় ছেড়ে কোথায়
গেল সুখের আশায় ।
বাবা আবার বিয়ে করলেন,
তাকেও ডাকলাম আম্মু বলে।
সেও চলে গেল।
বাবা আবার বিয়ে করলেন,
এবার এলো আরেক আম্মু।
সবাই শুধু আম্মু হলো কেউ আর মা হলনা ।
আমার এখন স্বপ্ন হলো
শাশুড়ি কি মা হবে?
যার আঁচল এর নিচে ছায়া পাওয়া যাবে
ইহাই যদি হয় গো বন্ধু
খুশির আর শেষ রবেনা …