বছর দু’য়েক কেটে গেছে। লিলার যত্নে নদীপুরের নদী আবার জীবন্ত হয়ে উঠেছে। পাখি ফিরে এসেছে, মাছেরা লাফায় জলে। কিন্তু এবার নতুন বিপদ—কারখানার বর্জ্য ফেলে নদীর পানি কালো হয়ে যাচ্ছে। মানুষ আবার চুপ, সবাই ভয়ে আছে কারখানার মালিকের প্রভাব দেখে।
লিলা চুপ থাকেনি। সে স্কুলে পরিবেশ ক্লাব গড়ে তোলে, সবাই মিলে সচেতনতা মিছিল করে, ভিডিও তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টা প্রশাসনের নজরে আসে। কয়েকদিনের মধ্যেই কারখানার বর্জ্য ফেলা বন্ধ হয়। নদী ধীরে ধীরে ফিরতে শুরু করে আগের রূপে।