Posts

গল্প

Do or die (কর কিংবা মরো)

October 16, 2025

Salma Khatun

117
View

একজন গ্রামের জ্ঞানী ব্যক্তি রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে দেখলেন, একটি সাপ  একটি ব্যাঙ ধরে খাচ্ছিল।ব্যাঙ সাপের খাদ্য হওয়া থেকে বাঁচার জন্য খুবই চেষ্টা করছিল ।কিন্ত সাপটি খুবই ক্ষুধার্ত থাকায় ব্যাঙটিকে কিছুতেই ছাড়ছিল না।ব্যাঙটি খুবই চিৎকার করছিল বাচাঁর জন্য। ব্যাঙ সবার কাছে সাহায্য চাইলো, কিন্তু কেউ তার কথা বুঝলো না। এমন সময় জ্ঞানী ব্যক্তিটিকে দেখতে পায় ব্যাঙ, তার কাছে সাহায্য চাই, জ্ঞানী ব্যক্তিটি দেখল ব্যাঙটি বাঁচতে চায়। আর সাপটি ছিল ক্ষুধার্ত আর এটাই তার একমাত্র খাবার। জ্ঞানী ব্যক্তি চিন্তা করল সাপটি যদিআর সারাদিন খাবার না পায় তাহলে সাপটি না খেয়ে  কষ্ট পাবে।তার জন্যই একটি সাপ অভুক্ত থাকবে তা লোকটি মানতে পারছিলনা।তাই জ্ঞানী লোকটি সাপ ও ব্যাঙকে উদ্দেশ্য করে বলল শুনো ব্যাঙ তুমি মরে গেছো তো ভালো করে মর আর সাপকে বলল যে তুমি ধরেছ তো ভালো করে  ধরো।এই বলে লোকটি চলে যায়। এবারে ব্যাঙ ভাবল যে, আমাকে তো মরতেই বললো তাহলে আমি আর বাচাঁর চেষ্টা করব না। তাই ব্যাঙ মরার মত হয়, আর সাপটি ভাবল এ তো মরে গেছে,তাহলে ছেড়ে দিয়ে ভালো করে ধরি, তাই সাপটি ব্যাঙ ছাড়া মাএ লাফ দিয়ে ব্যাঙ চলে গেল।

মরা কিংবা বাচাঁ ভাগ্যে নির্ধারণ।

Comments

    Please login to post comment. Login