কবিতা
৷ পথ হারা পথিক
পথ হারা পথিক আমি
হয়েছি একন জগতে নিরুদেশ
ঠাঁই ঠাঁই নাই ভুবনে আমার
এখন আমি কোথায় যাই
আপন যাহারা ছিল ভাই
সবাই মোরে ভুলিয়ে গেছে
এখন আর কাহারো পড়ে না মনে আমার কথা
সবাই অনেক বড় হইয়া গেছে
আপন বলিতে ভাই
জগতে কেহ হয় নাই
যতদিন তোমারি পাশে থাকিবে ভাই
সারথ ফুরাইয়া গেলে
সবাই চলিয়া যাহিবে হায়
নিস্ব আমি অসহায় সসম্বলহীন
ভুবনে কাউকে দেওয়ার মতো কিছুই নাই
তাইতো সবার পপ্রয়েজন ফুরিয়ে গেছে
এখন আর আমার তাহাদের দরকার নাই
যতদিন দুহাত ভরে দিয়েছি ছিলাম কত আপন
একন আর আগের মতো পারি না কিছুই দিতে
তাইতো এখন আমি হয়ে গেছি তাদের পর
যে দিকেই যাই সেদিকেই তাকাই
মোরে বলে অভাগা যে হায়
এখন অন্ত আপন মনে ভাবি যে হায়
জগৎ জুড়িয়া কাহার জন্য কী করিলাম হায়
শুন্য আমি এখন পথ হারা পথিক
বাচিতে চাই না আমি আর
এ ভুবনে বেশিদিন
সৃষ্টা জগতে পাঠিয়ে ছিলেন তাহার
৷ ইবাদতের জন্য
জগতের মোহ মায়ায় পরে
ভুলিয়া যাহিলাম তাহাকেই
একটাই কথা বলি হায়
আমার মতে অভাগা এই
প্রথিবিতে আর একজনের ও
জুন্ম যেন না হয়
পর পর সবাই পর
আপন কেহ নাই
পথ হারা পথিক আমি
পৃথিবীকে বিদায় জানাই