Posts

নিউজ

পেন: মার্কিন স্কুলগুলোতে নিষিদ্ধ লেখকদের তালিকার শীর্ষে স্টিফেন কিং

October 17, 2025

নিউজ ফ্যাক্টরি

159
View

 মার্কিন লেখক স্টিফেন কিং বিশ্বের জনপ্রিয় লেখকদের মধ্যে একজন। অথচ তার লেখা বই যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে নিষিদ্ধ বইয়ের তালিকার শীর্ষে রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে পেন আমেরিকা এই তথ্য জানিয়েছে।  

অক্টোবরের শুরুতে ‘Banned in the USA: Beyond the Shelves’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করে পেন আমেরিকা। এই প্রতিবেদন অনুযায়ী, আমেরিকান পাবলিক স্কুলগুলোতে সবচেয়ে বেশি নিষিদ্ধ লেখক স্টিফেন কিং। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অন্য যেকোনো লেখকের তুলনায় তার লেখা শ্রেণীকক্ষ এবং লাইব্রেরি থেকে বেশিবার সরিয়ে ফেলা হয়েছে।     

পেন আমেরিকা জানিয়েছে, ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে বই নিষিদ্ধের ৬ হাজার ৮০০ টিরও বেশি প্রচেষ্টা রেকর্ড করা হয়েছে। যদিও এর আগের শিক্ষাবর্ষে এর চেয়েও বেশি প্রচেষ্টা তালিকাভুক্ত করা হয়েছিল।  

স্টিফেন কিং এর বই ২০৬ বার নিষিদ্ধ করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তার হরর ফিকশন 'ক্যারি', ‘দ্য স্ট্যান্ড’ সহ ৮৭টি বই নিষিদ্ধ করা হয়। এছাড়া অ্যান্থনি বার্গেসের ডিস্টোপিয়ান ক্লাসিক ‘এ ক্লকওয়ার্ক অরেঞ্জ’ বইটি ২৩ বার নিষিদ্ধ করা হয়েছিল। জুডি ব্লুম, প্যাট্রিসিয়া ম্যাককরমিক, জেনিফার নিভেন, সারা জে মাস এবং জোডি পিকোল্টের লেখা বইগুলোও একাধিকবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিল।

ফ্লোরিডা, টেক্সাস এবং টেনেসি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশিবার বই নিষদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পেন আমেরিকা। এই রাজ্যগুলোর নতুন আইনে স্কুলগুলোতে ‘অনুপযুক্ত’ বলে বিবেচিত উপকরণগুলো বাদ দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে সমকামী, বিভিন্ন জাতিগোষ্ঠীদের নিয়ে লেখা বই অথবা সহিংসতা ও যৌন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে এধরনের বই নিষিদ্ধ করার জন্য বলা হয়েছে।

স্টিফেন কিং এর উপন্যাসগুলোকে প্রাপ্তবয়স্কদের জন্য বা সহিংসতা ও যৌন নির্যাতনের লেবেল লাগিয়ে নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে। 

উল্লেখ্য, ‘কিং অব হরর’ নামে পরিচিত স্টিফেন কিং যুক্তরাষ্ট্রের বেস্টসেলিং একজন লেখক। ৭৮ বছর বয়সী এই লেখক ৭০টির বেশি উপন্যাস এবং ২০০টি ছোট গল্প লিখেছেন। তার বইগুলো নিয়ে অসংখ্য জনপ্রিয় সিনেমা বানানো হয়েছে। বিশ্বজুড়ে তার বইগুলো লাখ লাখ কপি বিক্রি হয়েছে এবং বিশ্বের নানা ভাষায় অনুবাদও করা হয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login