Posts

কবিতা

সাদা নোট

October 18, 2025

Rafi Redwan

323
View

সাদা নোট

লেখক-প্রকৌশলী রাফি রেদোয়ান

তুমি তো এক সাদা নোট, কড়কড়ে কাগজ,
হাতে হাতে ঘুরে ফেরো, মানো না তো লাজ।
সীমারেখা মানো না রে, দৌড়াও দিনরাত,
তোমার ছোঁয়ায় জেগে ওঠে শত পরিবার-বাত।

থাকো তুমি পকেট ভরা, নীরব এক অতিথি,
তুমি ছাড়া চলে না রে সকাল-সাঁঝের গতি।
ছোট-বড় সব কাজে তুমি দাও যে প্রেরণা,
তুমি না থাকিলে থেমে যায় জীবনের সাধনা।

তুমি না থাকিলে মন হয় ব্যাকুল,
স্বপ্নগুলো নিভে যায়, আশা হয় ভুল।
চেহারাতে বিষাদ নামে, হারায় মুখের হাসি,
তোমা ছাড়া জীবন যেন শূন্য নির্ভর ভাসি।

তুমি এলেই বাজে রে আনন্দের বাঁশি,
উচ্ছ্বাসে ভরে যায় ক্লান্ত মুখের খুশি।
তোমার টানে ঘুরে দুনিয়া, বয়ে চলে জীবনস্রোত,
জীবনের সব লেনাদেনা—তুমিই সাদা নোট।

ওহে সাদা নোট, তুমিই জাদুর কাঠি,
তুমি মনে কর তোমার জোরেই চলে রে পৃথিবীর রথি-মহারথি।
তবু জেনে রাখো, “নোট”—যতই হও দামি,
মানুষের হৃদয় তোমার চেয়ে অনেক অনেক দামী!

মহান সৃষ্টিকর্তার সৃষ্টি তুমি বিনিময়ের শুধু দান মাত্র,
তোমার ঊর্ধ্বে মানুষ রে—সত্য তারই জ্ঞান।
তুমি কেবল চলার পথের একটুখানি ধারা,
মানবতার চেয়ে বড় নয় কোনো নোটের কারা।

Comments

    Please login to post comment. Login