Posts

কবিতা

অনি:শেষ যাত্রা

October 19, 2025

Rafi Redwan

311
View

অনিঃশেষ যাত্রা 
​লেখক – প্রকৌশলী রাফি রেদোয়ান
​পুরোনো পথের শেষে- জাগে এক নতুন ভোর,
শুরুর সমাপ্তি সেথা, ভাঙে প্রস্থানের ঘোর।
তবুও একটি যাত্রা চলে—নেই তার কোন সীমা,
অবিরাম চলে সে ধারা, অনন্ত যার মহিমা!
জীবনের এই লীলাক্ষেত্রে; আমরা যেন ক্ষণিকের যাত্রী,
এক কূলহীন স্রোতে ভাসি, ভুল করি দিনরাত্রি।
​জীবনের সব মিথ্যে মায়ায় জড়াই দিবস-রাত্রি,
সত্যের পথে চলি না, নাহি খুঁজি কোনো বাতি।
পরলোকে কী দেবো উত্তর, কী হবে আমাদের ভাষ্য?
সে গভীর চিন্তা নাহি করি, মনে রয় শুধু আশ্চর্য!
দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে; দৌড়াই সকাল-সাঁঝে,
তবুও মেলে না শান্তি এই হিসাবের মাঝে।
​দিনরাত পার করি কেবলই কামাইয়ের হুশে,
চলেছি সবাই নিরন্তর, এক অচিন ভূমির তুষে।
স্বার্থের পিছু ছুটে আজ পথভ্রষ্ট মন,
আসল গন্তব্য ভুলি, বৃথা করি আয়োজন।
এই পথ চলা ফুরাবে একদিন মহাকালের ডাকে,
যেতে হবে একা সেথা, বাঁধন রবে না পাশে।
​তখন এ মায়ার বাঁধন ছিন্ন হবে এক পলকে,
স্মৃতিরা নীরব হবে, রবে শুধু অনন্তের ঝলকে।
ওরে মন- "ওঠো জেগে, ত্যাগ করো সব ভুল"।
অনিঃশেষ যাত্রার পথে হোক পুণ্যই সমতুল!
পুণ্যই হোক শেষ পাথেয়, যা দেবে পারের কূল।

Comments

    Please login to post comment. Login