Posts

কবিতা

ইচ্ছেকথা

June 3, 2024

ইউসুফ আহমেদ শুভ্র

91
View

একদিন এই মস্ত শহর আমার হবে
খেলবো তখন তাসের জুয়া ইচ্ছে মতো
ঘুরবো আমি মধ্যরাতে তোমার নিয়ে
চায়ের তেষ্টায় শেখের বেটির কড়া নাড়বো
ঘুম পেলে ঘুমাবো অই ফুটপাতে!

একদিন এই মস্ত শহর আমার হবে
এম্বুলেন্সের সাইরেন সব বন্ধ রবে
হাসি আনন্দে গান কবিতায় মত্ত সবে
যমদূত ও বাংলামদে মাতাল হবে!

আমার কথায় গল্প হবে
শব্দকল্পে গান হবে
চোখের কোনে প্রেম রবে 
বাউণ্ডুলে জীবন হবে
এই শহর টা আমার হবে,
একান্ত আমার শহর হবে!

Comments

    Please login to post comment. Login