Posts

গল্প

নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর শৈশবকাল

October 20, 2025

Abdul Motin

86
View

নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর শৈশবকাল ছিল অত্যন্ত শিক্ষণীয় ও অনুকরণীয়। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে, এক সম্মানিত বংশে। জন্মের আগেই তাঁর পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন, ফলে শৈশব থেকেই তিনি অনাথ ছিলেন। ছয় বছর বয়সে মা আমিনা মারা যান, তখন তাঁকে লালন-পালন করেন দাদু আবদুল মুত্তালিব। দাদুর মৃত্যুর পর চাচা আবু তালিব তাঁর দায়িত্ব নেন। ছোটবেলা থেকেই মুহাম্মদ (সা.) ছিলেন শান্ত, ভদ্র ও চিন্তাশীল। তিনি কখনো কারো সাথে অশোভন আচরণ করতেন না, বরং সবার প্রতি দয়া ও ভালোবাসা দেখাতেন। ছেলেবেলায়ই তিনি ছাগল চরাতেন ও পরিশ্রমের মাধ্যমে জীবিকা অর্জনের শিক্ষা নিতেন। সত্যবাদিতা ও বিশ্বস্ততার কারণে তাঁর সমবয়সীরা তাঁকে “আল-আমিন” বা বিশ্বস্ত বলে ডাকত। নবী করিম (সা.)-এর শৈশবের এই সরল, পরিশ্রমী ও নৈতিক জীবনই তাঁর পরবর্তী নবুয়তি জীবনের এক উজ্জ্বল ভূমিকা ছিল।

Comments

    Please login to post comment. Login

  • Abdul Motin 1 month ago

    গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিন