১.আম্মা মইরা গেলো
আমার আম্মা খুব রাগী মেয়ে,ছোটবেলা একদিন— পাশের নদীতে মরতে গেছিলাম।আম্মার সে কি রাগ!
ছলছল চোখে আমারে বুকে লইয়া কইলো—
তুই এমনেই মরবি।আমারেও মারবি।
এরপর —
আমি না মইরা মারতে থাকলাম আমার আম্মারে
এই যে গতমাস আমি বাড়ি থেকে চলে আসলাম
আমার আম্মা তাকায়া থাকলো যতদূর দেখা যায়
তারপর আমি অদৃশ্য হয়ে গেলে আম্মা মইরা গেলো।
আব্বা কইলো—আপাতত কবর দিয়া রাখি
তুই বাড়িতে আসলেই তর মা বাঁইচা যাবে।
তাই আজকে আবার বাড়িতে গেলাম খুব দ্রুত
আম্মা কেমনে জানি কবর থেকে টের পাইলো
উঠেই বলা শুরু করলো—
আহারে আমার বাপটা না খাইয়া শুকায়া গেছে!
২.বোধোদয়
পৃথিবীতে সবদিন —দিন নয়,
থেকে যায় কিছু রাত
আদর যে মধুর— তা বুঝেছি,
পেয়ে পেয়ে আঘাত।
৩..পাখিরা মানুষ হোক
ক্লাসে ইংরেজি স্যার পড়াইতো, আই উইশ আই ওয়্যার আ বার্ড
তারপর জীবনে সবখানে— আই উইশ দেখলেই মনে হতো, আমার পাখি হওয়ার শখ।
কিন্তু আজ একটা চঞ্চল পাখিদূত বলে গেলো
পাখিদের আয়ু আজ মানুষের হাতে,পৃথিবীর আয়ু পাখিদের দূরন্ত ডানায়
তাই পাখিরা মানুষ হয়ে,সিলেবাস থেকে মানুষের পাখি হওয়ার শখ মুছে দিতে চায়।
৪.বিষের সাগর
তোমাকে ছুঁতে গেলে কেমন ফুঁস ফুঁস করো
যেনো ইদানিং তুমি হয়ে গ্যাছো অজগর!
আমি ওঝা হবো ভেবেছি,তোমার বুকে চেপে
কাতরাবো। সেচবো তোমার বিষের সাগর!
৫.মানুষ
এসব শুনলে মৃতরাও আজ গলায় দেবে ফাঁসি
মরা মানুষ মরে গিয়েও জোগাচ্ছেন আজ হাসি।
কিসের বেদন কিসের কি সব! দূর ছাই এসব মাটি
সব মানুষের আত্মা যে এক,সবার তো একই ঘাঁটি
সব মানুষের কান্না যে এক,সব মানুষের ধর্ম তাই
কোন কবরে মানুষ আছে?হৃদয়ে থাকে মানুষ ভাই!
৬.মানুষের জয়গান
ধর্মবণিকের উদরে সজোরে লাথি দিয়ে মানবতা যাবে সুমুদ ফ্লোটিলার মতো
পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে মানুষের কান্নায় শোকাহত হবে দরদী মায়েরা।
পাখিরা আকাশে শোকযাত্রায় যাবে পবিত্র 'কাবায়'
জেরুজালেম যাবে আমার ইহুদি বোন চোখে ঈশ্বর নিয়ে ফিলিস্তিনি মানুষের প্রার্থনায়।
যে খ্রিস্টান নারী বুকের গীর্জা তুলে দেয় শিশুকে, সে তুলে দিবে ছেলের হাতে একমুঠো চাল
অনাহারে ভোগা গাজাবাসী খেয়ে ফরিয়াদ জানাবে প্রিয়তম আল্লাহ'র আরশে।
পৃথিবীতে এক সন্ধ্যায় মানুষেরা হাসবে,মানুষেরা পাশাপাশি বসে বলবে স্বর্গীয় গল্প
শুধু ধর্মবণিক ব্যতীত,ভগবান আমাদের নিয়ে যাবে সুমুদ ফ্লোটিলার মতো বহরে — স্বর্গে।
৭.নিষিদ্ধ
শুনো কিশোরী,আদিবাসী বোন,বাঙালি নারী
আমাদের কালনাগিনী প্রেমিকারা এবং প্রেমিকার 'মা' সমাজ।
আপনারা স্ব স্ব গর্ভ থেকে আর জন্ম দিয়েন না,মেয়ে সন্তান।
এখানে মেয়েদের ছিঁড়ে খায় হায়েনারা,ওরাই এখন কাপ্তান!
৮.ব্যর্থতা
তুমি প্যালেস্টাইন চেনো,বন্ধু!
চেনো না শুধু খাগড়াছড়ি।
তুমি ধর্ম বুঝো,চেনো জাতি ভাই
বুঝো না শুধু কান্না মানুষের-ই!
৯.অকালপক্ব
স্বর্গে এখন দুর্ভিক্ষ, মৃত মানুষের গন্ধ পাচ্ছি!
তুমি এমনই খাদক, নরকে ও খাচ্ছো কাচ্চি!
১০.অভিনেত্রী
অতীত কি ভুলে গেছো হৃদয়ের উচ্ছ্বাস
অভিনয়ে যথারীতি করে গেছো হালচাষ।
১১.ব্যবধান
ক্ষুধার্ত ভাষা নিয়ে রোজ রোজ হাসছি
কোলাহল ফেলে ছুঁড়ে আনমন ভাবছি।
মানুষেরা মানুষ নয়, গরু স্বমহিমায় গরু
মানুষে মানুষ খায়,গরু গরু নয় খায় তরু।
১২.প্রেমিকা
তোমার দেহতত্ত্বে হেরে যায় সেমিটিক উপকথা
তোমার ঠোঁট জুড়ে দেখা যায় প্রেমের ব্যাকুলতা।
১৪.নাবিক
তোমার সাগরে তরী যাবে নোঙরে রেখে দিও পিঠে
দক্ষ নাবিক হয়েই ঘাটাবো তরী তোমার সরু ঘাটে।
১৫.আশরাফুল মাখলুকাত
মাছেদের,পাখিদের, গরুদের কাঁধে কোন কেরানি নাই
নাই কোন উপসনালয়, নাই মুফতি আলেম পুরোহিত পাদ্রী ভিক্ষু
পবিত্র গ্রন্থ,প্রণেতামুখ— নাই।
নাই ডুপ্লেক্স বাড়ি,প্রাডো গাড়ি।নাই ঢাবিয়ান সনদ
আছে শুধু শুদ্ধ হৃদয়।আছে প্রাণোৎসর্গের ইতিহাস।
মানুষের সব আছে।আছে এই নেতা।সেই নেতা।পাতি নেতা।
আছে ক্ষমতা অস্ত্র পারমাণবিক মিসাইল আরো বহু বালছাল।
আছে স্যুট-কোট দামি জুতা সোনাদানা জহরত কতো কি!
শুধু নেই ভালোবাসা, নাই আজ হৃদয়।মনুষ্যত্ব? তা আবার কি!