Posts

কবিতা

অদৃশ্য ঘানি

October 20, 2025

Rafi Redwan

237
View

অদৃশ্য ঘানি
(প্রকৌশলী রাফি রেদোয়ান)
​পরিবার সে তো নয় শুধু কোনো খেলা,
কাঁধে নিয়ে ঘোরে যে জন সারাবেলা।
বাবা বা জ্যেষ্ঠ—সে তো বটেরই মূল,
জীবনের পথে সয়ে যায় আপনজনের ভুল।
​যদি একমাত্র সন্তান হয় সে তো ঘরেতে,
নীরবে সে ঘানি টেনে দিন পার করে।
দিনের শেষেও চোখে ঘুম নাহি ধরে,
নিজেরে বিলায়ে দেয় পরিবারের তরে।
​চাপা হাসি মুখে কিন্তু বুকেতে ঢেউ,
কষ্টের কাহিনি তার জানে না তো কেউ।
কত শখ মরে যায়; কত স্বপ্ন হারায়,
তবু এই সংসারের চাকা সে-ই তো গোড়ায়!
​ঘামে ভিজে ভিজে ওঠে জীবনের সুর,
না থেমে মিটায় সবার আবদার অটুট।
তার ত্যাগে সবাই থাকে নির্ভয় সুদূর,
ভেতরেতে জ্বালা, মুখে হাসির আড়াল।
সে-ই তো সংসারের মূল, মজবুত দেয়াল।
​অদৃশ্য ভারে সে তো চলে অবিরত,
আলো দিয়ে বাঁচে, তবুও নিজে হত।
যে মানুষ ঘানি টানে, সে-ই আসল ধ্রুব,
তার মহিমা বোঝে না এ জগৎ তবু।

Comments

    Please login to post comment. Login