সখা !
-এম.এন.এইচ রবিন
সেই মেয়েটি হাতে গড়ি পড়তে ভালবাসে,
যদি থাকে ফিংগার রিং, সে অট্ট হাসে।
কি নিদারুণ তাহার চোখের বালি
কি করে ভূলিতে পারি।
হিজাব টা সরিয়ে দিও,কাজল যেন না মুছে।
হাতে বেলি ফুলের গাজরা দিও,অস্থির লাগবে।
আমি লেখক না,আমি কবি না
তবে আমার উপন্যাসের শেষ পাতায় তুমি থেক।
This is a premium post.