Posts

গল্প

হযরত মুহাম্মদ (সা.) এর কৈশোরের গল্প

October 21, 2025

Abdul Motin

104
View

হযরত মুহাম্মদ (সা.) এর কৈশোরের গল্প

ছোটবেলা থেকেই মুহাম্মদ (সা.) ছিলেন খুব শান্ত, ভদ্র ও সত্যবাদী। যখন তিনি কিশোর হলেন, তখনও তাঁর সেই গুণগুলো আরও বাড়তে লাগল। তিনি সবসময় চাচা আবু তালিবের সঙ্গে থাকতেন, কারণ ছোটবেলায়ই তাঁর বাবা-মা মারা গিয়েছিলেন।

কৈশোরে তিনি চাচার সঙ্গে ব্যবসার কাজে সিরিয়া নামের দূরের দেশে গিয়েছিলেন। সেখানে তিনি অনেক কিছু শিখেছিলেন — কীভাবে সৎভাবে ব্যবসা করতে হয়, মানুষকে ঠকানো যায় না, এবং সব সময় সত্য কথা বলতে হয়।

মুহাম্মদ (সা.) কখনো কারো সঙ্গে ঝগড়া করতেন না, কারো জিনিস নিতেন না, আর সবসময় হাসিমুখে সবাইকে সাহায্য করতেন। এজন্য মক্কার মানুষ তাঁকে “আল-আমিন”, অর্থাৎ বিশ্বস্ত ও সৎ মানুষ বলে ডাকত।

তিনি কখনো মূর্তি পূজা করতেন না এবং অন্যায় কাজ থেকে সবসময় দূরে থাকতেন। কিশোর বয়সেই তাঁর চরিত্র ছিল খুব সুন্দর ও উদাহরণযোগ্য। তাই পরে আল্লাহ তাঁকেই নবী হিসেবে বেছে নিয়েছিলেন, যাতে তিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথে ডাকতে পারেন।

Comments

    Please login to post comment. Login

  • Abdul Motin 1 month ago

    গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন

  • Abdul Motin 1 month ago

    গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন