Posts

চিন্তা

‌একপাক্ষিক ভালোবাসা

October 21, 2025

Nafesa Akter

143
View

এক পাক্ষিক ভাবে যে মানুষ গুলো ভালোভাসে তারা খুব অদ্ভুত তারা না নিজের অনুভূতি কারো কাছে শেয়ার করে আর না নিজের অনুভূতি গুলো কে তুচ্ছ মনে করে। তারা তাদের অনুভূতি গুলো মূল্য দেয় ,সেই অনুভূতি গুলো নিয়ে স্বপ্ন জানায় ।তারা একদিক থেকে খুব সুখী কারণ কেউ তাদের ভালোবাসা পরিমাপ করতে আসে তারা নিজের সব টুকু ঢেলে দিলেও কেউ জিজ্ঞেস করে না দিলেও কেউ জিজ্ঞেস করে না তাদের জবাবদিহিতার কেউ তাই তারা তাদের সবটুকু উজার করে দেয়

Comments

    Please login to post comment. Login