Posts

গল্প

সময়ে এর কাজ সময়ে করতে হয়।

October 22, 2025

Mst.shanzida

17
View

একদিন এক মা তার ছোট ছেলেকে নিয়ে বসে ছিল উঠোনে। ছেলেটি খুব অলস, পড়াশোনায় মন নেই। মা তাকে বলল, “বাবা, তুমি যদি এখন পরিশ্রম না করো, বড় হয়ে কষ্ট পাবে।” ছেলে হাসতে হাসতে বলল, “এখন তো সময় আছে মা, পরে করব।”

মা কিছু না বলে বাগানের দিকে গেল। সেখানে একটি গাছের চারা লাগাল। প্রতিদিন সে পানি দিল, আগাছা তুলল। কয়েক মাস পর সেই চারা বড় হয়ে ফল ধরল। মা ছেলেকে ডেকে বলল, “দেখো, এই গাছটি যদি আমি যত্ন না করতাম, এখন কি এত সুন্দর হত?”

ছেলে চুপ করে রইল। মা আবার বলল, “ঠিক তেমনি তোমার মন আর মেধাকেও যত্ন দিতে হয়—পড়াশোনার মাধ্যমে। না হলে জীবনে ফল পাবে না।”

সেদিন থেকেই ছেলে মন দিয়ে পড়তে শুরু করল। কিছু বছর পর সে বড় অফিসার হলো, আর মায়ের চোখে তৃপ্তির হাসি ফুটল।

Comments

    Please login to post comment. Login