Posts

কবিতা

বেকারত্বের আর্তি

October 22, 2025

Rafi Redwan

252
View

বেকারত্বের আর্তি

(প্রকৌশলী রাফি রেদোয়ান) 
​দিন যায়; রাত কাটে- ক্যালেন্ডারে জমে ধুলো,
ফাইলের নিচে চাপা পড়ে স্বপ্নের ফুলগুলো।
প্রতিদিন খবরের কাগজে চোখ, এক অলীক খোঁজ,
"নিয়োগ বিজ্ঞপ্তি" সেজে আসে, আলো-ছায়ার ভোজ।
​মনে আশা, কাঁধে সার্টিফিকেটের গুচ্ছ,
তবু সাক্ষাৎকারে প্রশ্ন, "অভিজ্ঞতা কত বছর বুঝছো?"
চায় তারা অভিজ্ঞতা, দেয় না তো কেউ সুযোগ,
এ যেন এক দুষ্টচক্র, স্বপ্ন যার ভোগ!
​পাশের জন পেল কাজ-মামার ফোনের জোরে,
তুমি বসে সিভি লেখো, ঘষো তারে বারে বারে।
তোমার যোগ্যতা মাপা হয়-মাপদন্ডে আঁটা,
কিন্তু সম্পর্কের ফাঁদে সে মানদন্ড কোথায় খাটা!
​ভোরের আলোয় প্রস্তুতি; রাতে গভীর প্রার্থনা,
তবু ডাক আসে না, কপালে শুধু বেকারত্বের মানা।
তুমি বাড়াও জ্ঞান, শেখো নতুন সূত্র,
তবু সুযোগের দরজা ছোট, সমাজের এই চিত্র।
​এ সমাজে যোগ্যতার চেয়ে পরিচয়েরই দাম বেশি,
মেধা কেবলই নীরব দর্শক, হয় আঁধারের মেশি।
তবু হাল ছেড়ো না বন্ধু, সময় তো চলে যায়,
আঁধার শেষে আসবে প্রভাত, আলো ঝলমলে সোনালী দিন।
​তোমার শ্রম; তোমার ঘাম, একদিন গড়বে সেতু,
সেদিন "বেকার" নয় — তুমি হবে দীপ্ত গর্বের প্রতিভূ।
লড়াইটা চলবেই- তুমি রবে অবিচল,
তোমার জয়ে ভাঙবে একদিন সমাজের যত ছল।

Comments

    Please login to post comment. Login