সিংগুলারিটি থাকা অবস্থায় তোমাকে চেয়েছিলাম
তাইতো বিগ ব্যাং হবার পরও তুমি আমার কথা ভাবো।
বস্তুগতভাবে তুমি কত দূরে
চেতনায় অনেক কাছে, পাশে
তখন ঘটে নিউক্লিয়ার সিন্থেসিস।
তার পরই তো নক্ষত্র, ছায়াপথ আরো কতকিছু
দিগন্তের প্লাজামার মতো যেন তোমার হাসিমাখা মুখ
পড়ন্ত বিকালের শ্রান্ত ছায়াহীন পথ চলা
বকুল ফুলের সুঘ্রাণে মোহিত যখন হিমের সমীরণ
তখনই তোমার আসা যাওয়া, স্বপ্ন দেওয়া স্বপ্ন নেওয়া
এ যে কী যে ভালোলাগা, কেটে যায় লক্ষ কোটি বছর
আনন্দের স্ফুরণ তখন জলন্ত বারুদের মতো নিঃশেষের তরে
মাইলের পর মাইল দ্রত বাতাসের গতিবেগে
উড়ছি, দৌড়াচ্ছি, ভাসছি।
এক সময় কেটে যায় সেই মাহিন্দ্রক্ষণ
বাস্তবতার টিটুয়ান্টির ব্যবচ্ছেদে
কেউ ফকির, কেউ রাজা
জীবনের চাহিদার কাছে মায়া, ভালোবাসা
যখন প্রশ্নের ব্যারিকেটে একের পর এক লাটিচার্জ
তখন একটি কথা সামনে আসে
হয়তো সিংগুলারিটি থাকাই ভালো ছিল।
140
View